অ্যান্টিবায়োটিক উৎপাদনে ইন্দো-বাংলা ফার্মার চুক্তি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১২ ১১:০২:৫৮


অ্যান্টিবায়োটিক উৎপাদনের লক্ষ্যে চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

জানা গেছে, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের কারখানায় অ্যান্টিবায়োটিক উৎপাদন করবে ইন্দো-বাংলা। এর জন্য কোম্পানিটির সঙ্গে টোল ম্যানুফ্যাকচারিং চুক্তি হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সেফালসপোরিন এবং পেনিসিলিন শ্রেণীর অ্যান্টিবায়োটিক উৎপাদন করবে ইন্দো-বাংলা। তাই নিপ্রো জেএমআই ফার্মার সঙ্গে চুক্তি করা হয়েছে। আর পর্ষদ সভায় এ চুক্তির অনুমোদন হয়েছে। চুক্তিমতে, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের কারখানায় এ অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হবে। অ্যান্টিবায়োটিক তৈরির প্রয়োজনীয় কাঁচামাল ইন্দো-বাংলা এনে দেবে। আর তৈরি করবে নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড। আর প্রথমবারের মত অ্যান্টিবায়োটিকগুলো উৎপাদন ও বিপণন করতে যাচ্ছে ইন্দো-বাংলা।

প্রাপ্ত তথ্য মতে, সেফালসপোরিন শ্রেণীর অ্যান্টিবায়োটিক শুধু ডেডিকেটেড কারখানায় উৎপাদন করা যায়। অর্থাৎ যে কারখানায় সেফালসপোরিন শ্রেণীর অ্যান্টিবায়োটিক তৈরি হয়, সেখানে আর অন্য কোনো ওষুধ তৈরি করা যায় না। আর এ বিষয়ে ঔষধ প্রশাসনের নিষেধাজ্ঞাও রয়েছে। তাছাড়া ইন্দো-বাংলায় এ ধরনের কোনো ডেডিকেটেড কারখানা নেই। তাই নিপ্রো জেএমআই ফার্মার কারখানায় এ অ্যান্টিবায়োটিক তৈরির চুক্তি হয়েছে।

এদিকে, কী পরিমাণ অ্যান্টিবায়োটিক উৎপাদন হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। বাজার যাচাই এবং বিনিয়োগ সক্ষমতা পর্যালোচনা করে ওষুধের পরিমাণ চূড়ান্ত করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, সেফালসপোরিন ও পেনিসিলিন শ্রেণীর অ্যান্টিবায়োটিক জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে পরিচিত। বর্তমান বাজারে সেফালসপোরিন শ্রেণীর অ্যান্টিবায়োটিকের চাহিদা বেশি।

সান বিডি/এসকেএস