
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা বিকেলে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো : তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ফ্যামিলিটেক্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল হাউজিং, সিঙ্গারবিডি, আমান কটন, যমুনা ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল ২টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ফ্যামিলিটেক্সের বিকাল ৪টায়, ইউনাইটেড ইন্স্যুরেন্সের বিকাল ২.১৫টায়, রূপালী ব্যাংকের বিকাল ২.৩০টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিকাল ২.৩০টায়, ন্যাশনাল হাউজিংয়ের বিকাল ২.৩০টায়, সিঙ্গারবিডির বিকাল ৩টায়, আমান কটনের বিকাল ২.৩০টায়, যমুনা ব্যাংকের বিকাল ২.৩০টায় এবং মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা বিকাল বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩১ মার্চ ২০১৯ সমাপ্ত প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
সান বিডি/এসকেএস