সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৩ ১৪:৫৪:১৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন  সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৩৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, দর কমেছে ২১১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

সোমবার ডিএসইতে মোট ৩০৫ কোটি ৩ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৫৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ৫৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৮ পয়েন্টে। সিএসইতে ১৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মোট লেনদেন হয়েছে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।

সান বিডি/এসকেএস