ব্লক মার্কেটে লেনদেন ১৬ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৩ ১৫:০০:৩৯


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮টি কোম্পানির ১৬ কোটি টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৬৫ লাখ ৬৭ হাজার ৯৮৭টি শেয়ার ৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৬ কোটি ৩৫ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার প্রাইম ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের।

এছাড়া এসিআইয়ের ৫ লাখ ৮৫ হাজার টাকার, ইনটেকের ৫ লাখ ৩২ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ৮১ হাজার টাকার, মুন্নু জুট স্ট্যাফলার্সের ৫ লাখ ৭৬ হাজার টাকার এবং ওয়াইম্যাক্সের ৩৮ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস