স্মল ক্যাপ মার্কেট (এসএমই) বা ছোট-মাজারির দুই কোম্পানি বাজারে আনছে এমটিবি ক্যাপিটাল। কোম্পানি দুটি হলো কৃষিবিদ সীড লিমিটেড এবং এনেক্স স্যুটস লিমিটেড হোটেল অ্যান্ড রিসোর্ট। কোম্পানিগুলোকে বাজারে আনতে ইস্যু ব্যবস্থাপক হিসেবে এমটিবি ক্যাপিটাল চুক্তিও সই করেছে।
ডিএসই ও এমটিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি দুটির মধ্যে কৃষিবিদ সীড ১৫ কোটি টাকা এবং এনেক্স স্যুটস ১০ কোটি টাকা পুঁজিবাজার থেকে নিতে চায়।
কৃষিবীদ গ্রুপের একটি বেসরকারি প্রতিষ্ঠান কৃষিবিদ সীড। কোম্পানি সিরিয়াল এবং অন্যান্য উচ্চ মূল্যের ফসলের উচ্চ গুণমানের বীজ উৎপাদন, প্রক্রিয়া এবং কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। অভিজ্ঞ কৃষি বিজ্ঞানী সরাসরি এই সমস্ত ক্রিয়াকলাপে জড়িত। তারা মান এবং পরিষেবাদি নিশ্চিত করার জন্য আধুনিক প্রযুক্তির অবকাঠামো ব্যবহার করে। অন্যদিকে বগুড়ার জালেশ্বরিতোলায় অবস্থিত একটি বিলাসবহুল অবলম্বন এনেক্স স্যুটস।
চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন কৃষিবিদ সিন্ডের পক্ষে চেয়ারম্যান মো: আলী আফজাল, কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর সিফাত আহমেদ চৌধুরী এবং আনক্স স্যুটসের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এম আজাদ নিজ নিজ কোম্পানির পক্ষ থেকে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যদিকে ইস্যু ম্যানেজারের পক্ষে উপস্থিত ছিলেন এমটিবি ক্যাপিটালের সি্ইও খালেদ বাশার আবু তাহের মোহাম্মদ এবং ম্যানেজার আব্দুল্লাহ সালেহ আরেফিন।