শেয়ার দরপতনের শীর্ষে আরএন স্পিনিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৪ ১৫:৩৯:১৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতন তালিকার শীর্ষে উঠে এসেছে আরএন স্পিনিং মিলস।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬ শতাংশ বা ৪০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫০০ বারে ১৯ লাখ ৫১ হাজার ৫৩১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৪ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৪ বারে ১৩ হাজার ৮১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ৬৮ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ বা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৯ বারে ১৫ হাজার ৪১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- ফ্যামিলিটেক্স, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাভানা সিএনজি, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১, রিলায়েন্স ইন্স্যুরেন্স, জিল বাংলা ও অ্যাপোলো ইস্পাত।

সান বিডি/এসকেএস