প্রবাসীদের জন্য বিশেষ সুবিধার গ্রিন কার্ড চালু করতে যাচ্ছে সৌদি আরব সরকার। ধনী ও দক্ষ বিদেশি পেশাজীবীদের সরাসরি স্থায়ী বসবাসের অনুমতি দিতে যাচ্ছে দেশটি। 'প্রিভিলেজড ইকামা রেসিডেন্স স্কিম' নামের পরিকল্পনার দাপ্তরিক অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রী পরিষদ। এই স্কিমই ' গ্রীন কার্ড' হিসেবে সুপরিচিত।
সৌদি আরবের মন্ত্রিসভায় প্রথমবারের মতো ওই পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, প্রবাসীরা 'বিশেষ সুবিধাপ্রাপ্ত ইকামা' নামের এই পরিকল্পনার আওতায় কোনও সৌদি স্পন্সর ছাড়াই পরিবারের সাথে দেশটিতে বসবাস করতে পারবেন। শুধু তাই নয়, বসবাসের অনুমতি পাওয়া প্রবাসীরা দেশটিতে সম্পত্তি কেনার সুযোগ পাবেন।
বুধবার নতুন এই পরিকল্পনার অনুমোদন দেওয়ার ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। নতুন এই ব্যবস্থায় সৌদি আরবে স্থায়ীভাবে বসবাস করতে সেখানকার কোনও নাগরিকের পৃষ্ঠপোষকতা কিংবা দেশটিতে কর্মজীবী হওয়ার আবশ্যিকতা থাকবে না।
প্রসঙ্গত, তিন বছর আগে সৌদি 'গ্রিন কার্ড' নামে নতুন এক আবাসিকতার পরিকল্পনার কথা প্রথম উল্লেখ করেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
সূত্র : আরব নিউজ