
শাওমির সাব ব্র্যান্ড রেডমি যে ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে ল্যাপটপ আনছে তা আগেই জানা গেছে।এবার ব্লুটুথ সিগ ওয়েবসাইটে জানা গেল, ল্যাপটপটির স্পেসিফিকেশন।ল্যাপটপটির নাম রেডমিবুক ১৪। নামের সঙ্গে মিল রেখে এতে থাকবে ১৪ ইঞ্চির ডিসপ্লে। এটা রেডমি ব্র্যান্ডের প্রথম ল্যাপটপ। এতে থাকবে ইন্টেলের প্রসেসর। কোর আই৩, কোর আই৫ ও কোর আই৭ সংস্করণে পাওয়া যাবে এটি।৪ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে ল্যাপটপটি। বেজ মডেলে থাকবে ইন্টেলের গ্রাফিক্স কার্ড। দামি সংস্করণটিতে থাকবে এনভিডিয়ার জিফোর্স এমএক্স২৫০ জিপিইউ। রেডমিবুক ১৪ শুধু মাত্র রুপালি রঙে বাজারে আসবে। এর দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।নোটবুকটি ফ্ল্যাগশিপ ফোন রেডমি কে২০ মডেলের সঙ্গে আগামী ১৩ মে চীনের এক ইভেন্টে উন্মোচন করা হবে।
এর আগে চীনের সোশ্যাল মিডিয়া উইবোর এক পোস্টে রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েবিং জানিয়েছেন, ফ্ল্যাগশিপ ফোনটি গেইম খেলার উপযোগী। ফোনটির ব্যাটারি টানা দুইদিন সচল থাকবে বলেও জানান তিনি।ফ্ল্যাগশিপ ফোনটিতে থাকবে ৬ দশমিক ৩৯ ইঞ্চি ডিসপ্লে। রেজুলেশন হবে ১০৮০ বাই ২৩৪০ পিক্সেল। প্রসেসরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫। পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা। এগুলোর মেগাপিক্সেল হবে ৪৮, ৮ ও ১৩। সামনে থাকবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। নিরাপত্তার জন্য এতে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।