রাইট শেয়ার ছাড়বে আইএফআইসি ব্যাংক
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-১৬ ১৫:৪৭:০৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ব্যাংকটি রাইট শেয়ার ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি ১:১ হারে রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই ব্যাংকটি রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করবে।
একই সঙ্গে কোম্পানিটি সংঘস্বারক সংশোধন করে অনুমোদিত মূলধন বাড়াবে। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে কোম্পানিটি মূলধন বাড়ানো ও রাইট ইস্যু করতে চায়। এর জন্য কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ পরিবর্তন করেছে। কোম্পানির এজিএম ও ইজিএম ২৯ জুন করার কথা ছিল কিন্তু তা পরিবর্তন করে আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন। আর বিএসইসি অনুমোদনের পর পরবর্তী রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
সান বিডি/ঢাকা/