
পুঁজিবাজারের ব্যাংক এবং এনবিএফআই এর বাড়তি বিনিয়োগের সমস্যা সমাধান করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়ন এবং তারল্য সংকট সমাধান হলো।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছে।
এর মাধ্যমে সমাধান হলো পুঁজিবাজারে বাড়তি বিনিয়োগ গণনা সমস্যা। এতো দিন ননলিস্টেড কোম্পানির যে শেয়ার ব্যাংক ও সাবসিডিয়ারি কোম্পানিগুলোর কাছে রয়েছে, তা পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগসীমা (এক্সপোজার) হিসেবে গণ্য করা হতো। এখন আর সেটি গননা করা হবে না। এই জাতীয় বিনিয়োগ ব্যাংকগুলোর এক্সপোজার থেকে বাদ হলো।