
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের সম্মিলিত ৩০ শতাংশ এবং ব্যক্তিগতভাবে ২ শতাংশ শেয়ার ধারনের বিষয়ে কঠিন অবস্থানে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যাদের এই পরিমাণ শেয়ার থাকবে; তারাই কোম্পানির পরিচালক হতে পারবেন।
বাজার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএসইসির চেয়ারম্যান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার বিএসইসির কাযালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে সব কিছুতে ২ সিসি ব্যবহার না করে; জনমত জরিপের পর অন্য বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া কথা বলেন তিনি।
বৈঠক সূত্র মতে, পরিচালকদের শেয়ার ধারণনে বিষয়ে একগুচ্ছ পরিবর্তন আসছে নতুন আইন সংশোধনে। সংশোধনী নোটিফিকেশন জারির পর দুই শতাংশের কম শেয়ার থাকা পরিচালকদের পদ শূন্য হয়ে যাবে। এই শূন্য পদ কোম্পানিকে ১৫ দিনের মধ্যে পূরণ করতে হবে। এছাড়া যেসব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মেলিতভাবে ৩০ শতাংশের কম শেয়ার আছে, সে কোম্পানিগুলোকে আলাদা ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে।
সংশোধনী নোটিফিকেশনে যা থাকতে পারে-
১। স্বতন্ত্র পরিচালক বাদে সব উদ্যোক্তা ও পরিচালকের সম্মিলিতভাবে কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ারধারণ থাকতে হবে।
২। যদি কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা সম্মিলিতভাবে এই শেয়ারধারণে ব্যর্থ হয়; তবে স্টক এক্সচেঞ্জ ওই কোম্পানিকে একটি আলাদা ক্যাটাগরিতে স্থানান্তর করবে।
৩। আর এই কারণে ওই কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা কোনো রকম শেয়ার বিক্রি, স্থানান্তর, হস্তান্তর, কোম্পানি একীভূতকরণ করতে পারবে না। তবে ঋণ খেলাপি ও মৃত্যুজনিত শেয়ার স্থানান্তরের বিষয়টি এর বাইরে থাকবে।
৪। ৩০ শতাংশ শেয়ারধারণে ব্যর্থ কোম্পানি রাইট ওফার, আরপিও, বোনাস শেয়ার, কোম্পানি অ্যামালগামেশনসহ কোনো প্রকারে মূলধন উত্তোলন করতে পারবে না।
৫। যদি কোনো উদ্যোক্তা পরিচালক এককভাবে ২ শতাংশ শেয়ার ধরণে ব্যর্থ হয়; তাহলে তার পরিচালক পদ তাৎক্ষণিকভাবে বাতিল হবে। তবে কোম্পানি বা ইনস্টিটিউশন মনোনীত পরিচালকের ক্ষেত্রে নূন্যতম ২ শতাংশ শেয়ারধারণ থাকতে হবে। অর্থাৎ তিনজন মনোনীত পরিচালকের জন্য ছয় শতাংশ শেয়ারধারণ থাকতে হবে।
৬। যদি কোনো পরিচালক এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়; তাহলে এই শূন্য পদ পূরণ ১৫ কার্যদিবসের মধ্যে করতে হবে। এই কাজটি সম্পন্ন করবে ওই কোম্পানির পরিচালনা পর্ষদ বা কোম্পানির বোর্ড।
সার্বিক বিষয়ে যোগাযোগ করা হলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সইফুর রহমান বলেন, কোম্পানির পরিচালকদের এককভাবে ২ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের সম্মেলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বিষয়ে সংশোধনী আনার বিষয়ে আলোচনা করা হচ্ছে। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, যদি কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণে ব্যর্থ হয়; তবে স্টক এক্সচেঞ্জ ওই কোম্পানিকে একটি আলাদা ক্যাটাগরিতে স্থানান্তর করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া কোম্পানি একীভূতকরণের বিষয়সহ বিভিন্ন বিষয় আলোচনায় আছে