ফ্রিতে কৃষকের ধান কেটে দিল শিক্ষার্থীরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৭ ১৪:০৭:০৩
চলতি বোরো মৌসুমে ধানের দাম কম ও শ্রমিক সংকটের কারনে অনেক কৃষকই এখন আর ধান কাটতে আগ্রহী হচ্ছেন না। এ অবস্থায় সম্প্রতি টাঙ্গাইলের কয়েকজায়গায় ক্ষেতে আগুন দিয়ে ধান পুড়িয়ে প্রতিবাদের মতো ঘটনাও ঘটেছে। কৃষকদের এ অবস্থা থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছে স্কুলের শিক্ষার্থীরা।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষকের ধান কেটে দিয়েছে। শিক্ষার্থীদের এ কার্যক্রমের সময় তাঁদের নেতৃত্বে ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শামীমা ফেরদৌসীসহ বিদ্যালয়টির প্রধান শিক্ষক বাবু অখিল কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম খোকন, সহকারী শিক্ষক মো. আকরামুজ্জামান,সাইফুল ইসলাম ইউনুস ও শফিকুল ইসলাম শফিক।
উদ্যমী কর্মকর্তা শামীমা নিজেই ধান কাটতে মাঠে নেমে যান শিক্ষার্থীদের সঙ্গে, যা দেখে উৎসাহিত হয় অসংখ্য শিক্ষার্থী।
এ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে শামীমা বলেন, ‘তরুণদের বুকে দেশের জন্য ভালোবাসা আছে, মমতা আছে। যে কোনো মহৎ কাজে ঝাপিয়ে পড়ার জন্য ওদের মন আনচান করে কিন্তু দ্বিধা দ্বন্দ্বের কারণে সেটা হয়ে উঠেনা অনেক সময়। প্রথমে যখন বললাম আমরা আজ ধান কাটবো কৃষকের সাথে, সেকি লজ্জা! মেয়েরাতো একেবারে আকাশ থেকে পড়লো! বাস্তবতা তুলে ধরলাম যখন উদাহরণের মাধ্যমে তখন সব ঠিক। আমাদের দায়িত্ব হলো অহেতুক দ্বন্দ্ব, সংকোচ, লজ্জা, ভয় ঝেড়ে ফেলতে সহায়তা করা, ভালো কাজে ছেলে মেয়েদের অনুপ্রাণিত করা, উৎসাহিত করা আর বুকের ভেতরে ঘুমিয়ে থাকা আবেগ উস্কে দেয়া।
মনে হলো কাজটি আজ সফলভাবে করতে পেরেছি।’
শেষ পর্যন্ত বিষয়টি সফল হওয়ায় সবাই আনন্দিত হয়েছে জানিয়ে শামীমা বলেন, ‘ছেলেমেয়েরা আনন্দে ভাসছিল! পণ করেছে প্রতি বছর এভাবেই ওরা কৃষকের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।