সাপ্তাহিক শেয়ার দরপতনের শীর্ষে এস.এস স্টিল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৮ ১২:৪৩:৪৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে এস.এস স্টিল লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ১৮ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ২০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্রতিটি শেয়ারের দর কমেছে ১০.০৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের এ কোম্পানির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩২ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট  ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এস্কয়ার নিট কম্পোজিট, ইন্দোবাংলা ফার্মা,নাভানা সিএনজি, আমান কটন ফেব্রিক্স, যমুনা ব্যাংক, ব্রাক ব্যাংক ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সান বিডি/এসকেএস