অব্যবহৃত-অনুন্নত নিচু জমি বিক্রি করবে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৯ ১০:০৫:১৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ ১৪৫.২৫ ডেসিমেল অব্যবহৃত ও অনুন্নত নিচু জমি বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি বেচবে। এই জমির মূল্য প্রায় ২ কোটি ১২ লাখ ৯৮ হাজার টাকা।
প্রসঙ্গত, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮১ পয়সা। গত বছরের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ২ টাকা ৪৯ পয়সা।
এদিকে, ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির লোকসান হয়েছে ৪ টাকা ৮০ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ৫৩ পয়সা। ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৩ পয়সা।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













