দরপতনের শীর্ষে সাভার রিফ্র্যাক্টরিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৯ ১৬:২২:৪৯

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে সাভার রিফ্র্যাক্টরিজ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৪ শতাংশ বা ৭ টাকা ৩০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ১১৯ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৭ বারে ২ হাজার ১৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ৫৪ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১০ শতাংশ বা ৭০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৯ বারে ৮ হাজার ৮৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৮ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৯৭ বারে ২ লাখ ৩৩ হাজার ৭০৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- প্রগতি ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট, লিবরা ইনফিউশন ও সোনালী আশঁ।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












