শেয়ার দর বৃদ্ধির শীর্ষে এসকে ট্রিমস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৯ ১৬:২৬:১৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে এসকে ট্রিমস।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই দিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭১৮ বারে ২৩ লাখ ৩৯ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬৯৫ বারে ১০ লাখ ৯২ হাজার ২৭১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪২২ বারে ৫ লাখ ৯২ হাজার ৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৮ লাখ ৩২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- এফএএস ফিন্যান্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

সান বিডি/এসকেএস