বিয়ের আগেই গর্ভবতী হলেন আনুশকা

প্রকাশ: ২০১৫-০৯-২৩ ১৮:১২:১১


Anushka-Sharma

বিয়ে একটি সামাজিক আচার। যার মাধ্যমে পরিবার নামের এক প্রতিষ্ঠানের জন্ম। কিন্তু দিন যত এগিয়ে যাচ্ছে বিয়ে নামক ধারণাটা ততই যেন ম্লান হয়ে যাচ্ছে। এখন আর তেমন কেউ বিয়ের ধার ধারছেন না। তারকারাই যেন এ প্রথা ভাঙতে মরিয়া হয়ে পড়েছেন। এ প্রথা ভাঙার সূচনাটা হলিউড থেকে শুরু হয়ে বলিউড হয়ে চলছে সর্বত্র। হলিউড বলিউড তারকাদের এমনই কিছু গল্প তুলে ধরা হলো।

তবে এক্ষেত্রে সর্বশেস সংযোজন হলেন বলিউডের সুপার নায়িকা ও ভারতীয় টেস্ট অধিনায়কের প্রেমিকা আনুশকা শর্মা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আর প্লাস জানিয়েছে, বিরাট কোহেলির প্রেমিকা ৪ মাসেরও বেশি সময় ধরে গর্ভবতী। এ অবস্থায় তিনি পর্দার সামনে আসতে চান না। এমনকি ছুটি কাটানোর নামে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন।