২ মাস একটি প্লান্ট বন্ধ থাকবে ন্যাশনাল ফিডের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-২০ ১০:৩৯:৪০


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিডের ৩টি প্লান্টের মধ্যে একটি প্লান্টের উৎপাদন কাজ প্রায় ৬০ দিন বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করার জন্য একটি প্লান্টের কাজ বন্ধ রাখা হবে। গত ১৫ মে থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে। কাজ বন্ধ থাকলে কোম্পানির মুনাফায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ১৯ পয়সা।

সান বিডি/এসকেএস