আব্দুল খালেকের পূর্বঘোষিত ৩ কোটি শেয়ার বেচতে বাধা নেই
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-২০ ১১:০৯:৪৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের উদ্যোক্তা পরিচালক আব্দুল খালেক পাঠানের পূর্বঘোষিত ৩ কোটি শেয়ার বেচতে কোনো বাধা নেই।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আব্দুল খালেক পাঠানের কাছে কোম্পানির মোট ৩১ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৫১০টি শেয়ার আছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বেচতে পারবেন আব্দুল খালেক।
কোম্পানিটি আরও জানায়, এই উদ্যোক্তা পরিচালক নির্ধারতি সময়ের মধ্যে পূর্বঘোষিত শেয়ার বেচতে পারেনি। কেয়া কসমেটিকসের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৬.২৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮.৯৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪.৭৬ শতাংশ শেয়ার আছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













