সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-২২ ১৪:৫৯:৪৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৩০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, দর কমেছে ৯২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ২৯০ কোটি ৫৪ লাখ টাকা। যা আগের দিন থেকে ৬১ কোটি টাকা কমেছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫১ কোটি টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। আজ ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস