ভারতের বিরুদ্ধে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা। গত ম্যাচের মত এই ম্যাচেও আধিপত্য বিস্তার করছে স্পিনাররা।
ব্যাঙ্গালোরের চেন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইনিংসের অষ্টম ওভারে দুই প্রোটিয়া ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ওভারের দ্বিতীয় বলে স্টিয়ান ভ্যান জিলকে (১০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। আর পঞ্চম বলে পূজারার হাতে ক্যাচ বানিয়ে ফাফ ডু প্লেসিসকে শূন্য রানেই ফিরিয়ে দেন এই ডানহাতি অফস্পিনার। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের এটি ক্যারিয়ারের শততম টেস্ট।
এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। স্পিনারদের আধিপত্যে প্রথম ম্যাচ শেষ হয় তিনদিনে। ১০৮ রানের জয় তুলে নেয় ভারত।
দক্ষিণ আফ্রিকা একাদশ: স্টিয়ান ভ্যান জিল, ডেন এলগার, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেন ভিলাস (উইকেটরক্ষক), কাইল অ্যাবোট, কাগিসো রাবাদা, মরনি মরকেল, ইমরান তাহির।
ভারত একাদশ: মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, স্টুয়ার্ট বিনি, রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, বরুণ অ্যারোন।
সানবিডি/ঢাকা/রাআ