এজিএমের ভেন্যু ও সময় জানিয়েছে ইউসিবি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-২৩ ১১:২৫:২৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ৩৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু ও সময় জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির এজিএম আগামী ৩০ জুন সকাল ১০টায় কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৪০ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা।

সান বিডি/এসকেএস