ব্লক মার্কেটে লেনদেন ২১ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-২৩ ১৫:১১:৪৩

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানির প্রায় ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৫৯ লাখ ৪৯ হাজার ৯২৫টি শেয়ার ২১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ৮২ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৭ কোটি ৪৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবি ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার ডরিন পাওয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সালভো কেমিক্যালের।
এছাড়া এটলাস বাংলাদেশের ৭ লাখ ২০ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৫ লাখ ৭২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৪ লাখ টাকার, ইভিন্স টেক্সটাইলের ১০ লাখ ১৬ হাজার টাকার, গ্রামীণফোনের ১১ লাখ ৩৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ৭ লাখ ৮২ হাজার টাকার এবং শাহজিবাজার পাওয়ারের ৫৮ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












