কপারটেকের বিষয়ে বিএসইসির সিদ্ধান্তের অপেক্ষায় ডিএসই
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৫-২৩ ১৬:১৯:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা কপারটেকের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বৃহস্পতিবার ডিএসই এর পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে দ্রুত বিএসইসিকে চিঠি পাঠানো হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, তদন্তে কপারটেক ইন্ডাস্ট্রিজের আর্থিক হিসাবে অসঙ্গতি পেয়েছে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও)। এছাড়া আর্থিক হিসাবে অসঙ্গতি আছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য এসেছে, তারও সত্যতা পেয়েছে। যাতে কোম্পানিটিকে তালিকাভুক্তি করার সিদ্ধান্ত নিতে পারেনি ডিএসইর পর্ষদ।
সান বিডি/এসকেএস