এসিআই’র বিষয়ে বিএসইসির সিদ্ধান্তের অপেক্ষায় ডিএসই
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৫-২৩ ২১:১১:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানের লোকসান বহন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বৃহস্পতিবার ডিএসই এর পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের বিষয়েও ব্যবস্থা নিতে কমিশনের কাছে প্রস্তাব পাঠাবে ডিএসই।
এসিআইয়ের বিষয়ে ডিএসই’র এমডি জানান, এসিআই যেহেতু তার সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের জন্য লোকসান দেখাচ্ছে। তাই সাবসিডিয়ারি প্রতিষ্ঠান নিয়ে নতুন কোনো আইন প্রণয়ন করা যায় কিনা সে বিষয়ে কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হবে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













