আমাদানী চাপ কমাতে ও কর্মসংস্থান বৃদ্ধির কাজ করছে কপারটেক (ভিডিও)
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-২৬ ১৫:৪১:৪৪

১৬ কোটি জনসংখ্যার অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ । এই বর্ধিত জনসংখ্যাই ধীরে ধীরে আমাদের জনসম্পদে রূপন্তরিত হচ্ছে ।শিল্পায়নের এই যুগে নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে প্রতিদিন । প্রতি মুহুর্তে নতুন নতুন সম্ভাবনা কড়া নাড়ছে আমাদের দরজায় । বর্তমান সময়ে আমাদের অবকাঠামো, কৃষি, টেলিকমিউনিকেশন, স্বাস্থ্য, গার্মেন্টস এবং পাওয়ারের মত খাতগুলো দেখাচ্ছে নতুন দিগন্ত ।
কপারের এই ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে ২০১৩ সালে সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে বাংলাদেশের হবিগঞ্জে নিজস্ব প্লান্টে উৎপাদন শুরু করে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ লক্ষ স্কোয়ার ফিট এর প্লান্ট প্রায় সর্বোমেট ২১২জন স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী নিরলস পরিশ্রম করে চলে আপনার হাতে আন্তর্জাতিক মানের পণ্য পৌঁছে দিতে।
কপারটেক তাদের উৎপাদিত পণ্যের মানের ব্যপারে সম্পূর্ণ আপোষহীন । আর তাই বিদেশী এক্সপার্টদের সার্বোক্ষণিক নিবিড় তত্বাবধানে নিশ্চিত হয় সর্বোচ্চ গুনগত মান । কপারটেক স্টেইট অফ দ্যা আর্ট সেমিঅটোমেটেড এবং হাইলি ইন্টিগেটেড প্লান্টে কোনরকম ধাতব অথবা অন্যকোন ক্ষতিকারক পদার্থের সংস্পর্শ ছাড়াই ৯৯.৯৫ শতাংশ বিশুদ্ধ কপার উৎপাদন করে। যার মধ্যে কপার বাসপার, কপার টিউব, কপার ওয়্যার, কপার স্ট্রিপ, কপার পাইপ, কপার রড অন্যতম । এই পণ্য উৎপাদনে কপারটেই এককভাবে বাংলাদেশে শীর্ষে অবস্থান করছে।
চিলি, চায়না, বেলজিয়াম ও ইন্ডিয়া থেকে আমদানীকৃত বেস্ট কোয়ালিটির কাঁচামাল দিয়ে এ্র্যাডভান্স ফার্নেস টেকনোলজি মাধ্যমে শুরু হয় কপারটেকের উৎপাদন প্রক্রিয়া । স্টেইট অফ দ্যা আর্থ আপ কাস্টিং মেশিনে তৈরি হয় আন্তর্জাতিক মানের কপার পণ্য । অভিজ্ঞ টেকনিশিয়ানদের নিবিড় তত্বাবধানে কপার টেকের মডার্ন ল্যাবে পরিক্ষিত হয় প্রতিটি পণ্য । যেখানে, কেমিক্যাল এ্যানালাইসিস, পিউরিটি টেস্ট, এলোংগেশন টেস্ট, হার্ডনেস টেস্ট, কন্ডাক্টিভিটি টেস্ট সম্পূর্ন হয় ।
পণ্যের উজ্জ্বলতা ও স্থায়িত্ব বৃদ্ধি করতে ব্যবহার করা হয় লিকোয়িড নাইট্রোজেন. প্রোডাক্সন প্রসেস জুড়ে ধারাকাহিক ভাবে আমেরিকান স্ট্যান্ডার্ড এএইচটিএম পদ্ধতি অনুস্মরনের কারনে কপারটেক ইতিমধ্যে অর্জন করেছে আইএসও ৯০০১- ২০১৫ সার্টিফিকেট ।
কপারটেকের উৎপাদিত কপার সামগ্রী এয়ারকন্ডিশনিং ও রেফ্রিজারেশনের জন্য বিশেষভাবে সমাদ্রিত। বিশেষ করে পাওয়ার ট্রান্সফরমার, পাওয়ার ডিস্ট্রিবিউশন ও বিভিন্ন ইলেকট্রনিক সেক্টরে বিপুল পরিমান কপার সামগ্রী ব্যবহুত হয় । এর মধ্যে উল্লেখযোগ্য কাস্টমার হিসেবে রয়েছে এনাজিপ্যাক,নাভানা, এডেক করপোরেশন,পাশা ইলেক্ট্রিক,একতা ইন্জিনিয়ারিং, ওয়ালটন, প্রান আএফএলের সিলভান টেকনোলজিসহ সুনামধন্য প্রতিষ্ঠান।
এরমধ্যে কপারটিউব, এয়ারকন্ডিশনিং, রেফ্রিজারেশন, জেনারেল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ, ম্যারিন এ্যাপলায়ান্স, বয়লারসহ বিভিন্ন অত্যাধুনিক ও হাইলি সাফিটিকেটিড কাজে ব্যবহার করা হয় । লিগফ্রুস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে কপার সামগ্রী এক্সপার্টদের কাছে বিশেষভাবে সমাদ্রিত । এছাড়াও কপার পাইপ, থার্মাল লিক্যুইড ট্রান্সফার, গ্যাস ট্রান্সফার, ওয়াটার ডিস্ট্রিবিউশনের কাজে বিপুল পরিমান ব্যবহার হয়।
দেশের কপার পণ্যের চাহিদা মিটিয়ে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানী শুরু করতে সম্পূর্ণভাবে প্রস্তুত । কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর রয়েছে অত্যন্ত দক্ষ এবং দেশব্যাপি বিস্তৃত শক্তিশালী ডেলীভারী নেটওয়ার্ক । যা দেশের সর্বোচ্চ মানের কপার পণ্যটি পৌঁছে দেয় প্রতিটি প্রান্তে । বাংলাদেশের জাতীয় সমৃদ্ধি উন্নয়নের অগ্রযাত্রায় কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি গর্বিত অংশীধার ।
এবিষয়ে কপারটেকের সিএফও আজিজ উদ্দিন ভূইয়া সান বিডিকে বলেন, নিকট অতীতেও বাংলাদেশে এই পন্যগুলো শতভাগ আমদানী নিভর ছিলো। কপারটেক এই নিজস্ব কারখানা স্থাপনের মাধ্যমে আমাদানীর উপর চাপ কমেছে। ফলে একদিকে যেমন মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। অন্যদিকে রপ্তানির দ্বার উম্মোচিত হতে যাচ্ছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













