শরীয়তপুরের বাজারে বোরো ধানের দাম বাড়তে শুরু করেছে। মৌসুমের শুরুতে প্রতি কেজি ধান যেখানে বিক্রি হয়েছিল ১৩ টাকা করে সেখানে বৃহস্পতি ও শুক্রবার বিক্রি হয়েছে ১৬ থেকে সাড়ে ১৬ টাকা দামে। তবে এ বছর প্রতি কেজি ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ১৭ টাকা। আর খাদ্য বিভাগ কৃষকের কাছ থেকে শুকনা ও পরিষ্কার প্রতি কেজি ধান ক্রয় করছে ২৬ টাকা দামে।
শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, শরীয়তপুরে চলতি মৌসুমে ২৭ হাজার ২১৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। ওই জমিতে ধানের উৎপাদন হবে ১ লাখ ৫৮ হাজার ৭৫৪ মেট্রিক টন। গত মাসের শেষ সপ্তাহ থেকে কৃষকরা ধান কাটা শুরু করেন। অন্যান্য মৌসুমে এক মাস সময়ের মধ্যে ধান কাটা শেষ হলেও এ বছর শ্রমিক সংকটে কিছুটা সময় বেশি লাগছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৭৪ শতাংশ ধান কাটা হয়ে গেছে। আর আগামী ১০ দিনের মধ্যে বাকি ২৬ শতাংশ ধান কাটা হয়ে যাবে।
এপ্রিল মাসের শেষের দিকে কৃষক ধান বিক্রির জন্য হাট-বাজারে আনতে শুরু করেন। তখন প্রতি কেজি ধান ১৩ থেকে সাড়ে ১৩ টাকায় বিক্রি হয়েছে। এরপর ধান পুরোদমে উঠতে শুরু করলে আর দাম বাড়েনি। গত ৩-৪ দিন আগে থেকে হাট-বাজারে ধানের দাম বাড়তে থাকে।
সেচ, শ্রমিক ও সারের দাম বেশি থাকায় এ মৌসুমে কৃষকের উৎপাদন খরচ বেড়েছে। প্রতি কেজি ধান উৎপাদন করতে কৃষকের ১৭ টাকা খরচ হয়েছে। তবে এ বছর শরীয়তপুর জেলায় ৭১৪ মেট্রিকটন ধান ক্রয় করবে খাদ্য অধিদফতর। স্থানীয় খাদ্যগুদাম কর্তৃপক্ষ কৃষকের কাছ থেকে শুকনা ও পরিষ্কার ধান নেবে। যার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৬ টাকা।
জেলার বিভিন্ন হাটে খোঁজ নিয়ে দেখা গেছে, কৃষকরা ১৮ থেকে ২০ শতাংশ ভেজা ধান বিক্রি করছেন। ওই মানের প্রতি কেজি ধান বিক্রি হচ্ছে ১৬ থেকে সাড়ে ১৬ টাকা দামে।
শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, শরীয়তপুরে এক লাখ ৫৮ হাজার ৭৫৪ মেট্রিক টন ধান উৎপাদন হবে। সরকারিভাবে ৭১৪ মেট্রিকটন ধান কৃষকের কাছ থেকে ক্রয় শুরু হয়েছে। সরকারিভাবে আরো ১০ হাজার মেট্রিকটন ধান ক্রয়ের চাহিদা দেয়া হয়েছে। কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে কিছু দিন পর ধান বিক্রি করার জন্য। সামনে ধানের দাম আরো বৃদ্ধি পাবে।