স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-২৮ ১০:৩৬:৩৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের স্ট্যান্ডার্ড ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক ২৯ লাখ শেয়ার হস্তান্তরেরর ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদের কাছে ২ কোটি ৫ লাখ ৯ হাজার ২৯৩টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ২৯ লাখ ২৭ হাজার শেয়ার হস্তান্তর করবেন। যা তার ছেলে কাজী খুররাম আহমেদ উপহার হিসাবে গ্রহণ করবেন।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত এ পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন কাজী আকরাম উদ্দিন আহমেদ।

সান বিডি/এসকেএস