সূচকের উত্থান, লেনদেনে পতন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-২৯ ১৪:৩১:১৯

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬৮ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩২ কোটি ৯৭ লাখ টাকা। যা আগের দিন থেকে ৭১ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪০৩ কোটি টাকার।
দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, দর কমেছে ১১৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩৬ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। আজ ১৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












