
সপ্তাহের ও ঈদের আগের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা কমেছে।
শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৪১ বারে ৬ লাখ ৯২ হাজার ১২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৫০ বারে ৬৯ হাজার ২৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে ইমাম বাটন। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৪ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৪৪ বারে ৪৯ হাজার ৭৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ ৭৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- মেঘনা পেট, গ্লোডেন হেভি কেমিক্যাল, নিউ লাইন ক্লোথিংস, ইউনিয়ন ক্যাপিটাল, বেক্সিমকো সিনথেটিকস, সিএনএ টেক্সটাইল ও ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
সান বিডি/এসকেএস