হজের খুৎবায় শান্তির পথে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় দুপর ১২টায় শুরু হয় হজের খুৎবা। শেষ হয় পৌনে ১টায়। মসজিদে নামিরাহ থেকে খুৎবা পাঠ করেন সৌদি গ্রান্ড মুফতি।
আল্লাহর প্রশংসা ও রাসুল (সা.) এর ওপর দরুদ পাঠের মাধ্যমে খুৎবা শুরু হয়। আরাফাত ময়দানে উপস্থিত প্রায় ৩০ লাখ মুসল্লি মনোযোগের সঙ্গে খুৎবা শোনেন। সৌদি রাজ পরিবারের সদস্যগণ এবং বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানগণ মসজিদে নামিরাহ থেকে খুৎবা শোনেন।
হজের খুৎবায় সৌদি গ্রান্ড মুফতি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাসের স্থান নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়।শান্তির পথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলাম সাদা-কালো, ধনী-গরিব, রাজা-প্রজার কোনো পার্থক্য করেনি।’
আরাফাত সম্পর্কে তিনি বলেন, ‘আজ এমন একটি দিন, যা আমারদের এই একত্রিত হওয়াকে মৃত্যুর পর হাশরের ময়দানে পুনারায় একত্রিত হওয়াকে স্মরণ করিয়ে দেয়।’
তিনি আরো বলেন, ‘সবাইকে কোরান-হাদিসের মূল ভিত্তির ওপর ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্যের বিকল্প নেই।’
খুৎবায় সম্প্রতি মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহত হাজিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।