পবিত্র ঈদ-উল ফিতরে টানা ৯ দিন বন্ধ থাকার পর রোববার খুলছে দেশের উভয় পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঈদ-উল ফিতরে ৪ থেকে ৮ জুন পর্যন্ত সরকারি ছুটি ছিল। এর আগে ২ জুন পবিত্র শবে কদরের কারনে ছুটি। তার আগের ৩১ মে ও ১ জুন শুক্রবার ও শনিবার সরকারি অফিস সাধারণ ছুটি। স্বাভাবিকভাবে সরকারি বন্ধের সঙ্গে ওইসব দিনগুলো পুঁজিবাজারও বন্ধ থাকে। এরমধ্যে শুধুমাত্র ৩ জুন সরকারি ছুটি নেই। তবে ডিএসই ও সিএসইর পর্ষদ ৩ জুন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। আর এতে টানা ৯ দিন বন্ধ থাকে পুঁজিবাজার।
আগামীকাল রোববার থেকে স্বাভাবিক নিয়মে চলবে ডিএসই ও সিএসইর লেনদেন। ওইদিন লেনদেন সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। আর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
সান বিডি/এসকেএস