‘নির্বাচনে কারো নিরপেক্ষ থাকার সুযোগ নেই’

প্রকাশ: ২০১৫-১১-১৪ ১৮:০৯:৫৪


Mosharofস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।

এই উদ্যোগ দেশকে আরও এগিয়ে নেবে এবং গণতন্ত্রের সুফল তৃণমূল পর্যায়েও শক্তিশালী করবে বলে মনে করেন তিনি।

শনিবার রাজধানীর তেজগাঁও মিল্ক ভিটা ভবনে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন একটি দলীয় ব্যাপার। কোনো নির্বাচনে কারো নিরপেক্ষ থাকার সুযোগ নেই। তাই দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করেছে সরকার। নিরপেক্ষ থেকে আর নির্বাচন করা যাবে না। এখন থেকে দলীয়ভাবেই সব নির্বাচন হবে।

খন্দকার মোশাররফ বলেন, দুধের বিকল্প কোনো কিছু নেই। এটি আমাদের জাতীয় সম্পদ। এর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাই সারা দেশে দুগ্ধ সমিতি ছড়িয়ে দেয়া হবে।

মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় ও প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম বক্তব্য রাখেন।