সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৭০ বারে ৪ লাখ ৬৪ হাজার ৪৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৩ লাখ টাকা।
তালেকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৬৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ২৭১ বারে ২৮ লাখ ৯৮ হাজার ৪৭৭টি শেয়ার লেনদেন করে।
এই তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৩৬ টাকা ৪০ পয়সা বা ৮.৭৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৫৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৪ বারে ৩৩ হাজার ১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, নিউ লাইন ক্লোথিংস, জেমিনি সি, অ্যারামিট, জাহিন স্পিনিং ও সিটি জেনারেল ইন্সুরেন্স লিমিটেড।
সান বিডি/এসকেএস