ব্যাংকের বিশেষ অডিট ফার্ম নিয়োগে কমিটি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৬-১২ ০৯:২৭:৫১
সরকারি খাতের ৫টি বাণিজ্যিক ব্যাংকে বিশেষ অডিট পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই কমিটি ব্যাংকগুলো অডিট করার জন্য অডিট ফার্মগুলোর প্রস্তাব মূল্যায়ন করে সুপারিশ করবে। এর আলোকে পরে মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অজিত কুমার পালকে চেয়ারম্যান করে গঠিত ৭ সদস্যের এ কমিটির সদস্য হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, গণপূর্ত অধিদফতরের একজন করে প্রতিনিধি থাকবেন। এছাড়া রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ সিদ্দিকুর রহমান ও সহকারী সচিব মো. মফখার উদ্দিন খোকন। কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. সাঈদ কুতুব।
এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে সরকারি খাতের ব্যাংকগুলোতে বিশেষ অডিট পরিচালনার সিদ্ধান্ত হয়। এর আলোকে বিভিন্ন অডিট ফার্ম থেকে অডিট করতে আগ্রহীদের আবেদন করতে বলা হয়। এখন সেগুলো বাছাই করে অডিট ফার্ম নির্বাচন করা হবে।