সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩টি কোম্পানির ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩৮ লাখ ৫৯ হাজার ৬৮২টি শেয়ার ৪৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৭ কোটি ২৩ লাখ ৮৯ হাজার টাকার।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৮১ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকার গ্রামীণফোনের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৬৮ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।
এছাড়া আমরা নেটওয়ার্কসের ৪৭ লাখ ২৫ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৬ লাখ ২০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৮০ হাজার টাকার, এস্কয়্যার নিট কম্পোজিটের ৬৫ লাখ ৭ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৫৮ হাজার টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ৩৭ হাজার টাকার, রেনেটার ৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ২১ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ৩১ লাখ ৫০ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়েরর ৩ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস