প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ২০১৮-২০১৯ সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির নয় মাসে (জুলাই’১৮ থেকে মার্চ’১৯) কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৭ কোটি ৮৬ লাখ টাকা। আইপিওর পরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা। আইপিওর আগে ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা।
এদিকে শেষ ৩ মাসে (জানুয়ারি’১৯ থেকে মার্চ’১৯) কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৩ কোটি ৪ লাখ টাকা। আইপিওর পরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। আইপিওর আগে ইপিএস হয়েছে ৪৭ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২ টাকা ৪৬ পয়সা।
উল্লেখ্য, সম্প্রতি আইপিও সম্পন্ন করা কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালসের শেয়ার লেনদেন আগামীকাল ১৩ জুন, বৃহস্পতিবার শুরু হবে। এদিন কোম্পানিটি দুই স্টক এক্সচেঞ্জে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানির ট্রেডিং কোড হবে “SILCOPHL”। আর কোম্পানি কোড হবে ১৮৪৯৫।
সান বিডি/এসকেএস