ইংল্যান্ডে চলমান ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচ রয়েছে পাকিস্তানের। এই ম্যাচে ফিল্ডিংয়ে আরো উন্নতি করতে হবে বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রানে হার দেখে পাকিস্তান। অজিদের বিপক্ষের ম্যাচে তিনটি ক্যাচ হাতছাড়া করেছে পাক ফিল্ডাররা। হারের পর সরফরাজ আহমেদ বলেন, ‘আমাদের ফিল্ডিংয়ে আরো উন্নতি করা প্রয়োজন। আমরা যদি বড় দল যেমন অস্ট্রেলিয়া, ভারতের মতো দলগুলোকে হারাতে চাই সব বিভাগেই ভালো করতে হবে। অবশ্যই ভারতের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ে আমাদের আরো ভালো করতে হবে। এটা নিয়ে আমরা কাজ করবো। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে তেমন ভালো বোলিং না করতে পারলেও মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিং স্পেলে ম্যাচে ফেরে পাকিস্তান।
৩০ রান খরছে ৫ উইকেট তুলে নেন আমির। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেই হেরেছে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ। তিনি বলেন, ‘হাসান ও ওয়াহাব রিয়াজ ভালো ব্যাটিং করেছে। আমরা লড়াই করেছি কিন্তু জিততে পারিনি। আমরা শুরু ২০ ওভারে বেশি রান দিয়ে ফেলেছিলাম। ম্যাচে আমির ছাড়া আর কেউই ভালো বল করতে পারেনি। ২৭০-৮০ রানের মধ্যে রাখতে পারলে ভালো হতো। আমাদের জিততে হলে টপঅর্ডারে আরো রান করতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।’