পুঁজিবাজারে থাকবে না দ্বৈত কর

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১৫ ১২:৫৭:১১


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার হতে প্রাপ্ত লভ্যাংশের ওপর দ্বৈত কর পরিহার করা হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এনিয়ে অর্থমন্ত্রী সংসদে বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার হতে প্রাপ্ত লভ্যাংশের উপর দ্বৈত করা পরিহার করা হবে। এখাতে সুসাশন নিশ্চিত করার জন্য এখানে নজরদারি বাড়ানো হবে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয় কর মুক্ত থাকবে।

তিনি বলেন, এখাতে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী অর্থনীতির জন্য দরকার শক্তিশালী পুঁজিবাজার । দেশের অর্থনীতি যত শক্তিশালী থাকবে সেদেশের পুঁজিবাজার তত স্বাভাবিক থাকবে। আমরা চাই আমাদের দেশের জন্য একটি শক্তিশালী অর্থনীতি। ঠিক তেমনি চাই একটি বিকশিত পুঁজিবাজার। শিল্প বিনিয়োগে দীর্ঘমেয়াদি ঋণ সংগ্রহের আদর্শ মাধ্যম হচ্ছে পুঁজিবাজার।