ব্যাংক সুদহার এক ডিজিটে নামিয়ে আনার দাবি করেছেন বিজিএমইএর সভাপতি রুবানা হক
আজ বৃহস্পতিবার (১৩জুন) বনানী অফিসে বাজেট পরবর্তী তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি ।
সংবাদ সম্মেলনের শুরুতে অর্থমন্ত্রী আ,হ,ম মুস্তফা কামালকে ধন্যবাদ জ্ঞাপন করেন রুবানা হক । এরপর রুবানা হক বলেন, ব্যাংক সুদ হার ১ ডিজিটে নামিয়ে আনার জন্য আমরা অর্থমন্ত্রীকে প্রস্তাব করেছি, তিনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু বাজেটে এব্যাপারে সুস্পষ্ট কিছু বলেননি তিনি । তবে তিনি বলছেন এব্যাপারে আলাপ আলোচনা চালিয়ে যাবেন ।
রুবানা হক বলেন, ২০১৯-২০ অর্থবছরের ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বিশেষত্ব হলো গতানুগতিকার বাহিরেও অনেক নতুন খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে ।সামাজিক নিরাপত্তার বেষ্টনী বাড়ানো হয়েছে ।যুবকদের ব্যবসা করার জন্য ১০০ কোটি টাকা দেয়া হয়েছে । আমি মনে করি যুবকদের দক্ষ করে গড়ে তোলার জন্য এটা ভালো দিক ।
তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার হতে প্রাপ্ত লভ্যাংশের দ্বৈত কর প্রত্যাহার করা হবে বলে বলা হয়েছে । এইসব ঘোষণা ইতিবাচক ।
রুবানা হক বলেন, আমরা বাজেটে পোশাক শিল্পের জন্য ৫% প্রণোদনা চেয়েছিলাম কিন্তু আমাদেরকে ১% বা ২৮২৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হযেছে । যদিও বা প্রয়োজনের তুলনায় এটি খুব নগন্য ।
তিনি বলেন , সামাজিক সুরক্ষাখাতে যে ৭৮,৩৬৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সেখানে পোশাক শ্রমিকদের অন্তর্ভূক্ত করা হয়নি । যদিও চলতি অর্থবছরের প্রথম ১১মাসে পোশাক শিল্পে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১২.৮২% এবং লক্ষ্য মাত্রার তুলনায় ৬.৯৫% বেশি । বাস্তবতা হলো শিল্পের প্রতিযোগি সক্ষমতা ক্রমই কমছে ।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পোশাকের সুনাম অক্ষুন্ন রাখার জন্য পোশাক শিল্পে সরকারের আরও সহায়তা জরুরী ।
সানবিডি/ এমএফইউ