আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে ৩ হাজার ৪৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দ গত অর্থ বছরের তুলনায় ৬২১ কোটি টাকা বেশি।
জাতীয় সংসদে উপস্থাপিত আগামী অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।
গত অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বরাদ্দ দেওয়া হয় ৩ হাজার ৩৭৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে বিভাগ পায় ২ হাজার ৮৩৫ কোটি টাকা।
প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার বিকাল ৩টার পর জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট উপস্থাপন শেষ করেন।
‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শীর্ষক ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।