তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষার মান উন্নয়নে নতুন একটি প্রকল্প নেবার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।‘ডিজিটাল প্রাথমিক শিক্ষা’ নামের ওই পাইলট প্রকল্পটি নেবার জন্য ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রস্তাব করা হয়েছে।
জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাথমিক শিক্ষার ক্যাপাসিটি সাধনকরত, শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ‘ডিজিটাল প্রাথমিক শিক্ষা’ শীর্ষক একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হবে।
এই প্রকল্পের আওতায় দেশের ৫০৩টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারঅ্যাকটিভ ক্লাসরুম তৈরি করা হবে। এছাড়াও বিভিন্ন বিদ্যালয় এবং অফিসে কম্পিউটার ও আইসিটি সামগ্রী সরবরাহ করার কথা জানান তিনি। আগামী বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২৪ হাজার ৪০ কোটি টাকা। যা গত ২০১৮-১৯ অর্থবছরের ছিল ২০ হাজার ৫২১ কোটি টাকা।
অর্থমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদে নিজের প্রথম বাজেট পেশ করেছেন আ হ ম মুস্তফা কামাল। এটি স্বাধীনতার পর থেকে ৪৮তম বাজেট। আর আওয়ামী লীগ নেতৃত্বে সরকারের টানা একাদশ বাজেট এটি।
এবারের বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার।