ভারতের উড়িষ্যা রাজ্য সরকার শুক্রবার বিনা নোটিশে কর্মক্ষেত্রে অনুপস্থিতির জন্য ৪০৮ চিকিৎসককে চাকরিচ্যুত করেছে। এর আগে রাজ্য সরকার ওইসব অনুপস্থিত চিকিৎসকদের শোকজ করেন। তবে বেশিরভাগ চিকিৎসকই ওই শোকজের জবাব দেননি।
স্বাস্থ্য বিভাগের সুপারিশক্রমে কর্মক্ষেত্রে অনুপস্থিত ৪১২ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করে সরকার। কারণ জানতে চেয়ে তাদের চিঠি পাঠানো হয়। তবে কেবল চারজন চিকিৎসক তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে চাকরিচ্যুত না করার অনুরোধ জানান। এই প্রথমবারের মত উড়িষ্যা পাবলিক সার্ভিস কমিশনও তাদের চাকরিচ্যুত করায় মত দেয়। এসব চিকিৎসককে নিয়োগ দিয়েছিল ওই কমিশনই।