আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর ২০ তম ম্যাচে ওভালে মুখোমুখি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া। ১৯৯৬-এর ফাইনালের রিপিটও বলা যেতে পারে। টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লংকান অধিনায়ক করুনারত্নে।
মাঠে বল পড়ার আগেই শুরু এই ম্যাচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সরাসরি আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে শ্রীলঙ্কার টিম ম্যানেজার অশান্ত ডি মেলে। তার অভিযোগ, ব্রিস্টল ও কার্ডিফে শ্রীলঙ্কা ম্যাচের আগে সবুজ উইকেট বানানো হয়েছিল। কিন্তু অন্য দলের জন্য সেখানে ঘাস ছেটে শক্ত উইকেট তৈরি করা হয়েছে।
তবে এরই মধ্যেই নিজেদের ফোকাস ধরে রাখতে মরিয়া মালিঙ্গারা। টানা ২ ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর মাঠে নামছে শ্রীলঙ্কা। তাদের সমস্যা, মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব। তবে স্বস্তি দিয়ে দলে ফিরছেন প্রদীপ। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে চনমনে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার দুর্বলতার সুযোগ নিতে মরিয়া স্মিথ-ফিঞ্চরা।
সানবিডি/ এমএফইউ