নতুন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। পাশাপাশি সংশোধনীতে হতদরিদ্র, তরুণ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে দেওয়া বরাদ্দ কাটছাঁট না করার আহ্বান জানান।
শনিবার (১৫ জুন) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শেয়ারবাজারে শৃঙ্খলা আনতে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। বাজেটে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় বরাদ্দ বৃদ্ধি এবং কৃষিতে প্রণোদনা ভর্তুকি আরও বাড়াতে হবে।’
এসময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলের, ‘প্রবাসীদের আয়ে প্রণোদনা দেওয়ায় রেমিট্যান্স বৃদ্ধি পাবে। তবে সরকারকে কৃষকদের লাভবান করার উদ্যোগ নিতে হবে। ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে এলে হতদরিদ্র মানুষের অর্থনৈতিক নিরপত্তা নিশ্চিত হবে।’ এসময় বাজেটকে ব্যবসাবান্ধব করতে সরকারের প্রতি আহ্বান জানান এ নেতা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, একরাম হোসেন মিয়াসহ প্রমুখ।