এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের ঋণ সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য দিনব্যাপী “ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস)” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী শনিবার ও রবিবার ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বে ১৪০ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ট্রেনিং ইন্সিটিটিউটের ফেকাল্টি মেম্বার ডঃ সৈয়দ জাভেদ মোঃ সালেহ্উদ্দিন প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন।
উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির তার বক্তব্যে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ব্যাংক ঋণ প্রদান সংক্রান্ত তথ্য উপাত্ত গুলো ভালো ভাবে যাচাই বাছাই করে আইসিআরআরএস এর গাইডলাইন মেনে কাজ করার পরামর্শ দেন। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান আইসিআরআরএস এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোকপাত করে বিশ্লেষণধর্মী বক্তব্য প্রদান করেন।