সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৫০ লাখ ৬৬ হাজার টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো শেয়ার। কোম্পানিটির মোট ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামি ব্যাংক। কোম্পানির ৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে এস্কয়ার নিট। কোম্পানির ৯৯ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- বিডি ল্যাম্পস ৫ লাখ ৪ হাজার, বিজিআইসি ৪৮ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১০ লাখ ৮০ হাজার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৫ লাখ ২ হাজার, ইস্টার্ন ইন্স্যুরেন্স ৪৮ লাখ ৩৫ হাজার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৯ লাখ ৫৬ হাজার, ইস্টার্ন ব্যাংক ১৫ লাখ ৬৫ হাজার, ইফাদ অটোস ৫৩ লাখ ৭৩ হাজার, পাইওনিয়র ইন্স্যুরেন্স ১২ লাখ ২৫ হাজার, ইউসিবি ২৭ লাখ ৬০ হাজার এবং ইউনাইটেড পাওয়ার ৯৭ লাখ ৬৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস