সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ।শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৭৯ বারে ১০ লাখ ৫২ হাজার ৫১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৩৩ বারে ১১ লাখ ৮৪ হাজার ৯৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ ৫৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা বা ৯ দশমিক ৬১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৭৬ বারে ৯ লাখ ৯৮ হাজার ৫০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২১ লাখ ৫৯ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- নর্দার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইসলামি ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, ড্রাগন সুয়েটার, এমিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও কর্ণফূলী ইন্স্যুরেন্স।
সান বিডি/এসকেএস