১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হয়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
আপিল শুনানির শুরুতে জামায়াত নেতা আজহারের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন প্রস্তুতির জন্য সময় চেয়ে আবেদন করেন। জবাবে আপিল বিভাগ বলেন, এতদিন কি করেছেন? আর সময় দেওয়া হবে না। শুনানি শুরু করেন। তখন জয়নাল আবেদীন আপিলের পেপারবুক থেকে পড়া শুরু করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
গত ১০ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এবং জাতীয় পার্টির প্রাক্তন প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির জন্য আজ (১৮ জুন) দিন ধার্য করেন আপিল বিভাগ। সে অনুযায়ী আজ মামলা দুটি কার্যতালিকার ৫৯৯ ও ৬০০ নম্বরে ছিল। এর মধ্যে আজহারের মামলার আপিল শুনানি শুরু হয়।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।
ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল।