পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নতুন আরেকটি বিদ্যুৎ কেন্দ্র অধিগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির নাম লেভিয়াথান গ্লোবাল বিডি।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ শনিবার বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহন করে। সিদ্ধান্ত অনুযায়ী ইউনাইটেড পাওয়ার বিদ্যুৎকেন্দ্রটির তিন কোটি বা৭৫% শেয়ার অধিগ্রহন করবে। ১০ টাকা ফেসভেলুতে লেভিয়াথান গ্লোবাল বিডি (এলজিবিডি) লিমিটেডের ৩ লাখ শেয়ার অধিগ্রহন করা হবে।
লেভিয়াথান গ্লোবাল বিডি ৫০ মেগাওয়াট ক্ষমতা বিদ্যুৎকেন্দ্র। এলজিবিডি ইউনাইটেড এন্টারপ্রাইজের সম্পূর্ণ মালিকানাধীন একটি কোম্পানি। কোম্পানিটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) মধ্যে অবস্থিত। ৩০ বছর মেয়াদী এ অধিগ্রহনের মেয়াদ শেষ হলে আবার ৩০ বছর মেয়াদ বৃদ্ধি করা যাবে।আগামী ১ জুলাই থেকে এই শেয়ার কেনার সিদ্ধান্ত কার্যকর হবে।
লেভিয়াথান গ্লোবাল বিডি একটি ৫০ মেগাওয়াট ক্ষমতা বিদ্যুৎকেন্দ্রের মালিক। গ্যাসচালিত এই বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ৩০ বছর মেয়াদী একটি চুক্তি রয়েছে। এই চুক্তির মেয়াদ আরও এক দফায় ৩০ বছর বাড়ানোর সুযোগ আছে। বিদ্যুৎকেন্দ্রটি চলতি বছরের আগস্ট মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে বলে কর্তৃপক্ষ আশা করছেন।
কোম্পানিটি আরও জানায়, আশুগঞ্জে অবস্থিত ইউনাইটেড এনার্জি (ইউইএল) ৫৩ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র ২২ জুন মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ইতোমধ্যে কোম্পানিটি বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রাণলয়ে বিদ্যুৎ কেন্দ্রটির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে।
আরেকটি বিদ্যুৎকেন্দ্র সিলেটে অবস্থিত ইউইএল ২৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। এই বিদ্যুৎকেন্দ্রের সম্পন্ন কার্যক্রম চলছে।
সান বিডি/এসকেএস